চাঁপাইনবাবগঞ্জ জেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির সারসংক্ষেপ
১. কর্মসূচির নাম: আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫)
২. লক্ষ্য ও উদ্দেশ্য : ক. উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরেপড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছর বয়সী শিশুদেরকে
প্রাথমিক শিক্ষা গ্রহণের দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা।
খ. প্রাথমিক শিক্ষা সমাপণের পর কারিগরী/মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করে উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
৩. লক্ষ্যদল : বিদ্যালয় বহির্ভূত ৮-১৪ বছর বয়সী শিশু।
৪. কর্মএলাকা : চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলা যথাক্রমে-চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট।
৫. কর্মসূচির মেয়াদ: জুলাই ২০১৮ হতে ৩০ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ।
৬. কর্মসূচি বাস্তবায়ন কৌশল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম সারাদেশের ৬৪টি জেলায় বেসরকারী সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মসূচি বাস্তবায়নের জন্য বাস্তবায়ন সহযোগী সংস্থা (লিড এনজিও) হিসেবে চেতনা মানবিক উন্নয়ন সংস্থা এবং সহযোগী সংস্থা হিসেবে আরএসডিএফ, অগ্রদূত বাংলাদেশ ও নবজাগরণ সংস্থা কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সাথে গত ১৪/০৯/২০২০ তারিখে চুক্তি সম্পাদিত হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে জেলা পর্যায়ে একজন হেড অব প্রোগ্রাম, একজন সিনিয়ন প্রোগ্রাম ম্যানেজার, একজন ডেপুটি ম্যানেজার (মনিটরিং),একজন জেলা প্রোগ্রাম ম্যানেজার, একজন হিসাবরক্ষণ কর্মকতৃা নিয়োজিত রয়েছেন। উপজেলা পর্যায়ে একজন করে উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও একজন করে অফিস সহায়ক নিয়োজিত রয়েছেন। ৫টি উপজেলায় ২৫জন সুপারভাইজার নিয়মিত শিখন কেন্দ্রসমূহ মনিটরিং করছেন।
৭. কর্মসূচি অবহিতকরণ: জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আউট অব স্কেুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির রূপরেখা, জরীপ কার্যক্রম, বাস্তবায়ন কৌশল, মনিটরিং, মূল্যায়ন ইত্যাদি বিষয় নিয়ে অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে। এই অবহিতকরণ সভায় জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয়সহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইউনয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
৮. জরীপ কার্যক্রম: জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থী চিহ্নিতকরণের জন্য জেলার সকল উপজেলার গ্রাম পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় এই জরীপ কার্যক্রম পরিচালিত হয়। এই জরীপ কার্যক্রমে ৮-১৪ বছর বয়সী বালক বালিকা যারা কখনও বিদ্যালয়ে যায়নি বা বিদ্যালয় থেকে ঝরে পড়েছে এমন শিশুরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। এই জরীপ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় বহির্ভূত শিশুর তালিকা অনুমোদন করেছেন।
৯. শিখন কেন্দ্র স্থাপন ও শিখন কেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য: জেলার সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত জরীপে প্রাপ্ত বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীর অনুমোদিত তালিকা মোতাবেক শিক্ষার্থীদের অবস্থান বিচেনা করে সুবিধাজনক স্থানে শিখন কেন্দ্রসমূহ স্থাপিত হয়েছে।
ক্র.নং
|
উপজেলার নাম |
কার্যক্রম বাস্তবায়ন সহায়ক সংস্থা |
শিখন কেন্দ্র সংখ্যা |
শিক্ষার্থীর সংখ্যা |
শিক্ষক/ শিক্ষিকার সংখ্যা |
পাঠদান চালুর তথ্য |
মন্তব্য |
||
মোট |
বালক |
বালিকা |
|||||||
১ |
চাঁপাইনবাবগঞ্জ সদর |
চেতনা মানবিক উন্নয়ন সংস্থা |
৮০ |
২৪০০ |
১৪২১ |
৯৭৯ |
৮০ |
০১/০১/২০২২ |
লিড এনজিও |
২ |
শিবগঞ্জ |
ঐ |
৯৬ |
২৮৮০ |
১৭৮৪ |
১০৯৬ |
৯৬ |
০১/০১/২০২২ |
ঐ |
৩ |
গোমস্তাপুর |
আরএসডিএফ |
৭০ |
২১০০ |
১২১৩ |
৮৮৭ |
৭০ |
০১/০১/২০২২ |
সহযোগী এনজিও |
৪ |
নাচোল |
নবজাগরণ সংস্থা |
৪৮ |
১৪৪০ |
৮৪৯ |
৫৯১ |
৪৮ |
১৩/০১/২০২২ |
সহযোগী এনজিও |
৫ |
ভোলাহাট |
অগ্রদূত বাংলাদেশ |
৫৬ |
১৬৮০ |
৯৫৭ |
৭২৩ |
৫৬ |
০১/০১/২০২২ |
সহযোগী এনজিও |
মোট |
৩৫০ |
১০৫০০ |
৬২২৪ |
৪২৬৯ |
৩৫০ |
|
|
১০. মন্তব্য: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রনীত সকল পাঠ্যপুস্তকসহ শিক্ষা উপকরণ সরবরাহ করে শিখন কেন্দ্রসমূহে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি শিখন কেন্দ্রে একজন শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে সপ্তাহের ৬দিন (শুক্রবার ব্যতিত) ৩ ঘন্টা করে পাঠদান পরিচালিত হচ্ছে। আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সুপারভাইজারগণ নিয়মিত কার্যক্রম তত্বাবধান ও মনিটরিং করছেন।
(দিলীপ কুমার সরকার)
সহকারী পরিচালক (অতি: দা:)
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS