Wellcome to National Portal
Main Comtent Skiped

Overview of the Performance of the BNFE

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ 

দেশের ১৫–৪৫ বয়সের নিরক্ষর ও শিক্ষার সুবিধা বঞ্চিত কিশোর–কিশোরী ও বয়স্ক নারী–পুরুষকে সাক্ষরতা প্রদানের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪জেলা)’ গ্রহণ করা হয়। ১ম ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার  ০২ (দুই) টি উপজেলাতে  ৬০০ টি শিখন কেন্দ্রের মাধ্যমে  ১৮০০০  জন  নিরক্ষর শিক্ষার্থীকে নারী  ৯০০০ জন এবং পুরুষ  ৯০০০ জন সাক্ষরতা প্রদান করা হয়েছে । ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ ০১ (এক) টি উপজেলাতে ৩০০ টি নিরক্ষর কেন্দ্রের মাধ্যমে ৯০০০ জন নিরক্ষর শিক্ষার্থীকে নারী ৪৫০০  জন এবং পুরুষ ৪৫০০ জন সাক্ষরতা প্রদান করা হয়েছে। Out of School Children Education Program কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য ০১ (এক) টি বেসরকারী সংস্হা (চেতনা মানবিক উন্নয়ন সংস্থা আইএসএ এবং দুটি পার্ঢনার এনজিও বাংলাদেশ অগ্রগ্রদূত ও নবজাগরন) নির্বাচন করা হয়েছে। নির্বাচিত বেসরকারী সংস্হার মাধ্যমে ১০,৪৪০ জন শিক্ষার্থী   ৮–১৪ বছর এর নিরক্ষর শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক  শিক্ষা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। 


সমস্যা ও চ্যালেঞ্জসমূহ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় জিওবি অর্থায়নে কর্মসূচিভিত্তিক কার্যক্রম, বাস্তবায়নের জন্য নিয়মিত (বছর ভিত্তিক) বরাদ্দ, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় স্হায়ী শিখন কেন্দ্র/প্রশিক্ষণ কেন্দ্র স্হাপন। উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষার্থী/প্রশিক্ষণার্থীদের কেন্দ্রে আসার বিষয়ে আগ্রহী করে তোলার জন্য প্রণোদনার ব্যবস্হা করা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ নিরক্ষর জনগোষ্ঠির তালিকা না থাকা। এনজিওসমূহ উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে নিজস্ব শিক্ষক্রম ও শিক্ষা উপকরণ ব্যবহার করে থাকে, তাই উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নের জন্য সারা দেশে অভিন্ন শিক্ষাক্রম ও শিক্ষা  উপকরণ প্রণয়ন করা। জীবনব্যাপী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা।   


ভবিষ্যৎ পরিকল্পনা

নির্বাচনী ইশতেহার ২০১৮, এসডিজি–৪ এবং  ৮ম পঞ্চম বার্ষিক পরিকল্পনা  এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য Skill focus operational activities  এবং   Skill Focus Literacy for Out of School Adolescent (OoSA)পাইলট প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত প্রকল্পের কনসেপ্ট পেপার প্রনয়ন ও টিএপিপি প্রনয়ন।


২০২৩–২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি–৪ (PEDP) এর সাব–কম্পোনেন্ট ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ০৫ টি উপজেলায় (উপজেলার নাম চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল)  ৩৪৮ টি শিখন কেন্দ্রের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০,৪৪০ জন শিক্ষার্থী ৮–১৪ বছর বয়সী শিক্ষার্থীকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচির ভর্তিকৃত শিক্ষার্থীকে উপানুষ্ঠানিকপ্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।