ভোলাহাট ও গোমস্তাপু উপজেলায় কেন্দ্র/বিদ্যালয় চালু সংক্রান্ত
মৌলিক সাক্ষরা প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় ১ম পর্যায়ে ভোলাহাট উপজেলায় ৩০০টি এবং গোমস্তাপু উপজেলায় ৩০০টি। মোট ৬০০টি কেন্দ্র/বিদ্যালয় ১৭-১২-২০৮ তারিখ থেকে একযোগে চালূ করা হয়েছে এবং তা চালূ রয়েছে। ২য় পর্যায়ে নাচোল উপজেলায় কেন্দ্র/বিদ্যালয় চালুর প্রক্রিয়াধীন রয়েছে।